বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

‘আগুন নিয়ে খেলছেন ট্রাম্প’

এফবিআই প্রধানকে বরখাস্ত

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই প্রধান জেমস কমিকে বরখাস্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগুন নিয়ে খেলছেন। কুখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারিতে সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রথম যে পথে হেঁটেছিলেন তিনিও সেই একই পথে পা বাড়ালেন। এ পথ অভিশংসিত হওয়ার পথ। অনলাইন সিএনএনে এসব কথা লিখেছেন সিএনএনের আইনবিষয়ক বিশ্লেষক পল কালান। তিনি তার মতামত কলামে প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। ‘ইন ফায়ারিং কমি, ট্রাম্প ইজ প্লেয়িং উইথ ফায়ার’ শীর্ষক নিবন্ধে তিনি লিখেছেন, ট্রাম্পের রাশিয়া আঁতাত নিয়ে তদন্ত চলছে। তাতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলতে পারে। কমিকে এমন সম্ভাবনা থেকে সরে আসতে বলা হয়েছিল। কিন্তু তিনি সে আহ্বান প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প মূলত সেই তদন্ত অন্যপথে নিতেই কমিকে বরখাস্ত করেছেন। আমেরিকার ইতিহাসের এক চরম দিন হিসেবে স্মরণ করা হবে এ দিনটিকে। এফবিআই পরিচালক জেমস কমিকে বরখাস্ত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট এমন কিছু ইভেন্ট সামনে নিয়ে এসেছেন, যা আরও বিতর্ক সৃষ্টি করবে। প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার এক বছরের কম সময়ের মধ্যে তিনি অভিশংসিত হতে পারেন। সাবেক ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইনকে দিয়ে কমিকে বরখাস্তের পথ দ্রুততার সঙ্গে করিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও বর্তমান অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। সিএনএন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর