শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে রুশ সহায়তার আশ্বাস

পুতিন-আব্বাস বৈঠক

ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে রুশ সহায়তার আশ্বাস

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার শান্তি আলোচনায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর সোচিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ আশ্বাস দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ইসরায়েল সফরের প্রাক্কালে পুতিন এ আশ্বাস দিলেন। ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার সরাসরি শান্তি আলোচনা অব্যাহত রাখতে মস্কো পূর্ণ সহায়তা দেবে। ওই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ফিলিস্তিন এবং ইসরায়েলের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষেও মত দেন তিনি। এ সময় ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস মধ্যপ্রাচ্যে সন্ত্রাস মোকাবিলায় রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় পুতিনের সহায়তা চান। আব্বাস বলেন, ‘মধ্যস্থতাকারীর ভূমিকায় রাশিয়ার অংশগ্রহণ ছাড়া ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের আগের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। রাশিয়া এনে দিতে পারে আরব-ইসরায়েল সংকটের শান্তিপূর্ণ সমাধান। আব্বাস আরও বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়তে রাশিয়ার অবস্থানের কথা সবসময় আপনাকে (পুতিন) দৃঢ়তার সঙ্গে বলতে শুনি। রাশিয়ার সত্যিকারের অংশগ্রহণ ছাড়া ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান হতে পারে না। আন্তর্জাতিক অঙ্গনের সব সংলাপে এ কথাই আমরা বারবার বলে আসছি।’ এদিকে, ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প চলতি মাসের শেষদিকে তার প্রথম বিদেশ সফর করবেন। সফরে তিনি মধ্যপ্রাচ্যের ইসরায়েলসহ বিভিন্ন দেশে যাবেন। এ সফর প্রসঙ্গে মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা ট্রাম্পের ২৩ মে পশ্চিমতীরের দখল করা বেথেলহেম সফরের দিকে তাকিয়ে আছি।’ এএফপি।

সর্বশেষ খবর