শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা
‘ন্যাশনাল হেরাল্ড’ মামলা

সোনিয়া-রাহুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

কলকাতা প্রতিনিধি

বড় আইনি ধাক্কা খেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দলের সহ-সভাপতি সোনিয়াপুত্র রাহুল গান্ধী। ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকা মামলায় মা ও ছেলের বিরুদ্ধে তদন্ত করতে আয়কর দফতর (আইটি)-কে অনুমতি দিল দিল্লি হাই কোর্ট। গতকাল আদালতের তরফে এই আইটি বিভাগকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এর আগে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টও মা-ছেলের বিরুদ্ধে আইটি তদন্তের অনুমতি দিয়েছিল। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তারা। কিন্তু হাই কোর্টও নিম্ন আদালতের সেই নির্দেশই বহাল রাখে। যদিও হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গান্ধী পরিবার সুপ্রিম কোর্টে যেতে পারে বলে খবর। প্রসঙ্গত, সোনিয়া ও রাহুলসহ সাত কংগ্রেস নেতার বিরুদ্ধে ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকার কয়েক কোটি রুপির সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা সুব্রামণিয়াম স্বামী। ২০১২ সালে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে আদালতে মামলাও করেন স্বামী। কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর উদ্যোগে ১৯৩৮ সালের ৯ সেপ্টেম্বর ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকাটি প্রকাশিত হয়। কিন্তু প্রবল অর্থাভাবে চার ও সাতের দশকে এই ইংরেজি পত্রিকাটির প্রকাশনা সাময়িকভাবে কয়েকবার থমকে থাকলেও ২০০৮ সালে ১ এপ্রিল তা বন্ধ হয়ে যায়। আদালতে বিজেপি নেতা সুব্রামণিয়াম স্বামীর অভিযোগ ছিল পত্রিকাটিকে উজ্জীবিত করার নামে ২০০৮ সালে প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজিএল)-কে কংগ্রেসের দলীয় তহবিল থেকে ৯০.২৫ কোটি রুপি ঋণ দেওয়া হয়। এই ঋণ পুরোপুরি সুদ মুক্ত ছিল।

সর্বশেষ খবর