সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

এফবিআই প্রধানকে বরখাস্ত করে আত্মপ্রত্যয়ী ট্রাম্প!

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে নিজের নির্বাচনী শিবির ও রুশ কর্তৃপক্ষের মধ্যে কোনো ধরনের আঁতাত হয়নি বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে এ বিতর্কের সুন্দর সমাধানের বিষয়টি নিজের কাছে অতি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য তার। শনিবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ট্রাম্প। মূলত এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর এই আত্মপ্রত্যয়ী অভিব্যক্তি দেখালেন ট্রাম্প।  গত ৯ মে জেমস কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ এবং এক্ষেত্রে ক্রেমলিনের সঙ্গে নিজ নির্বাচনী শিবিরের লোকজনের যোগসাজশের অভিযোগের বিষয়টির তদন্তকাজ বাধাগ্রস্ত করতেই ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন মহলের মতো। তবে হোয়াইট হাউসের তরফে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিএনএন।

সর্বশেষ খবর