সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া

আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এটি ‘নতুন ধরনের ক্ষেপণাস্ত্র’ ছিল বলে ধারণা করা হচ্ছে। আর জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদার দাবি, নতুন এই ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল এবং ৭০০ কিলোমিটার উড়ে গিয়ে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল এবং জাপানের মধ্যবর্তী সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়া নতুন ধরনের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এগুলোর কোনোটিরই পরীক্ষা চালায়নি কিম সরকার। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের শহর কুসং থেকে গতকাল ক্ষেপণাস্ত্রটি উেক্ষপণ করা হয় বলে জানান দক্ষিণ কোরিয়া ও মার্কিন কর্মকর্তারা। গত ফেব্রুয়ারিতে কুসং থেকে আরও একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি। বিবিসি।

সর্বশেষ খবর