মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র ‘পারমাণবিক অস্ত্র’ বহনে সক্ষম!

নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক পুতিনের নিন্দা

উত্তর কোরিয়ার সর্বশেষ নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি একটি ‘ব্র্যান্ড নিউ’ ব্যালাস্টিক রকেট এবং এটি বিশালাকৃতির পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে দাবি দেশটির। নতুন তৈরি একটি ব্যালাস্টিক রকেটের সামর্থ্য যাচাই করতেই রবিবার এ পরীক্ষা চালানো হয় বলে গতকাল কিম জন উং সরকার দাবি করেছে। এটিকে দেশটির এ পর্যন্ত চালানো সবচেয়ে সফল পরীক্ষা বলেও দাবি করা হয়েছে। এ সম্পর্কে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, বড় আকৃতির পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সম্প্রতি তৈরি একটি ব্যালাস্টিক রকেটের কৌশলগত ও কারিগরি দিক যাচাই করতেই ওই পরীক্ষাটি চালানো হয়।  দেশটি এখন পর্যন্ত যতগুলো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এর মধ্যে এটিই সবচেয়ে দূরপাল্লার। নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র ও জাপান। এদিকে, দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জা ইং গতকাল বলেছেন, কিম উন সরকার কেবল তার দৃষ্টিভঙ্গি বদলালেই তিনি দেশটির সঙ্গে নতুন করে আলোচনা শুরুর পক্ষপাতী। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন। কোরীয় উপদ্বীপে বিদ্যমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বান জানিয়েছেন পুতিন।  বিবিসি, সিএনএন।

সর্বশেষ খবর