মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান ভারতের

ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড স্থগিতের জন্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সেই সঙ্গে যাদবের বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘বানোয়াট’ ও বিচারকে ‘প্রহসন’ বলেও দাবি করেছে দেশটি। গতকাল আইসিজেতে গণশুনানিতে অংশ নিয়ে নিজের যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে এ আহ্বান জানিয়েছে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-র হয়ে গুপ্তচরগিরি ও পাকিস্তানবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে যাদবকে গত ১০ এপ্রিল মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের একটি সামরিক আদালত। গত ৮ মে এ রায়ের বিরুদ্ধে আইসিজের কাছে আবেদন করে ভারত। এর পরদিনই রায় স্থগিত করে আদালতটি। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর