মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা
কোমি-ট্রাম্প ফোনালাপ

রিপাবলিকান শিবিরে অস্বস্তি

সদ্য বরখাস্ত মার্কিন জাতীয় তদন্ত সংস্থা এফবিআই প্রধান জেমস কোমির সঙ্গের ফোনালাপের ঘটনায় বিব্রত ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ওই ফোনালাপের অনুলিপি জমা দিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিচ্ছেন তার দলের নীতি-নির্ধারকরা। গতকাল রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। গত মঙ্গলবার হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের তদন্ত প্রভাবিত করার অভিযোগ তুলে কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। এর পরপরই নিউইয়র্ক টাইমস দাবি করে, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প কোমিকে হোয়াইট হাউসে ব্যক্তিগত ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই সময় ট্রাম্প তার প্রতি আনুগত্য দেখানোর আহ্বান জানান। নিউইয়র্ক টাইমসের দাবি, সে দিনের আলোচনা বরখাস্তের একটি কারণ হতে পারে বলে অপসারিত এফবিআই প্রধান কোমি মনে করছেন।

শুক্রবার ট্রাম্প এক টুইট বার্তায় কোমিকে হুমকি দেন। তিনি টুইটার পোস্টে লেখেন, সংবাদ মাধ্যমের কাছে কিছু বলার আগে কোমির বরং মনে করা উচিত, আমাদের আলোচনার কোনো অডিও অনুলিপি নেই। ট্রাম্পের ওই টুইটের এক ঘণ্টা পরেই উইকিলিকস তাদের টুইটার অ্যাকাউন্টে অডিও অনুলিপিটির জন্য পুরস্কার ঘোষণা করে। সবমিলে কোমি-ট্রাম্প ফোনালাপ নিয়ে ঝড় ওঠে বিতর্কের। রিপাবলিকানরাও এই পরিস্থিতিতে বেশ বিব্রত।

সর্বশেষ খবর