বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

আফগান টিভি স্টেশনে জঙ্গি হামলা

আফগানিস্তানের জালালাবাদ শহরে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএ-র কর্মী ও দুজন পুলিশ। ভবনের বাইরে দুই আত্মঘাতী জঙ্গির বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলার শুরু। এরপর দুই জঙ্গি বন্দুক নিয়ে ভবনের ভিতর ঢুকে পড়ে, তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। জঙ্গিগোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তান ন্যাশনাল ব্রডকাস্টারের (আরটিএ) ওই ভবনটির আশপাশ থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভবনটির অবস্থান প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডের কাছেই। বিবিসি।

সর্বশেষ খবর