শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়

কুলভূষণের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়

আন্তর্জাতিক আদালতে বড় ধাক্কা খেল পাকিস্তান। গুপ্তচরের অভিযোগে আটক ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবকে এখন ফাঁসি দেওয়া যাবে না। পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিলেন আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট জাস্টিস রনি আব্রাহাম। যতক্ষণ না আন্তর্জাতিক আদালতে পুরো বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে, কুলভূষণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না পাকিস্তান। গতকাল নেদারল্যান্ডসের হেগের এ আদালতটির বিচারক জনি আব্রাহাম এক আদেশে এ কথা জানিয়েছেন। আদালতের এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বিচারক জনি আব্রাহাম গতকাল তার রায়ে বলেন, কুলভূষণের বিচার প্রক্রিয়ায় ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতকে অবশ্যই পাকিস্তানের কনস্যুলার প্রবেশাধিকার দেওয়া উচিত ছিল। রায়ে আরও বলা হয়, আদালতটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার মৃত্যুদণ্ড যেন না দেওয়া হয় তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্যও পাকিস্তানের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তবে পাকিস্তান জানিয়েছে, আইসিজের রায় তারা মেনে নেবে না। দেশটির জাতীয় নিরাপত্তা ইস্যুতে আদালতটির হস্তক্ষেপের কোনো এখতিয়ার নেই বলে দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়। কুলভূষণের বিষয়টি আইসিজে পর্যন্ত নিয়ে যাওয়ার মাধ্যমে ভারত তার প্রকৃত চেহারা আড়াল করতে চেয়েছে বলে দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া জানিয়েছেন।

এদিকে, ভারতের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতজি বলেছেন, কুলভূষণের পুরো ব্যাপারটিই বিচারের নামে পাকিস্তানের তরফে একটি প্রহসন। উভয় দেশের জন্যই এ সিদ্ধান্ত মেনে চলা আইনি বাধ্যতামূলক। রায় পাওয়ার পরপরই এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন তিনি। উল্লেখ্য, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে গুপ্তচরগিরি ও পাকিস্তানবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে যাদবকে গত ১০ এপ্রিল মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের একটি সামরিক আদালত।  পিটিআই,  টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর