শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

ফক্স নিউজের প্রতিষ্ঠাতা রজার মারা গেছেন

ফক্স নিউজের প্রতিষ্ঠাতা রজার মারা গেছেন

মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ফক্স নিউজের প্রতিষ্ঠাতা রজার আইলস আর নেই। গতকাল ৭৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। বিশ্ব গণমাধ্যমে অন্যতম ব্যক্তিত্ব রজার আইলস ১৯৯৬ সালে ফক্স নিউজ প্রতিষ্ঠা করেন। ২০ বছর এটির নেতৃত্ব দেন তিনি। তবে যৌন হয়রানির এক অভিযোগের পর ২০১৬ সালে পদত্যাগে বাধ্য হন তিনি।

স্বামীর মৃত্যুর কথা জানিয়েছে মিসেস এলিজাবেথ এক বিবৃতিতে বলেন, ‘আমি গভীরভাবে দুঃখিত ও মর্মাহত যে, আমার স্বামী রজার আইলস আজ সকালে মারা গেছেন।’ স্বামীকে একজন দেশপ্রেমিক হিসেবেও আখ্যায়িত করেন তিনি। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমার স্বামী যুক্তরাষ্ট্রকে অনেক ভালোবাসতেন কারণ এ দেশটি তাকে পরিশ্রম করে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল।’ উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ১৯৬৮ সালের নির্বাচনী প্রচারাভিযানের সময় একজন উপদেষ্টা ছিলেন রজার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে তিনি নিক্সনকে মিডিয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছিলেন। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর