শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো —এএফপি

ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলে বেলা ৬টা পর্যন্ত। ৬৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। বিশ্বের ১০২টি দেশে অবস্থানরত প্রবাসী ইরানি নাগরিকরাও প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। এজন্য বিভিন্ন দেশে স্থাপন করা হয়েছে ৩১০টি ভোটকেন্দ্র। এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, ইরানের বিচার বিভাগের সাবেক উপ-প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আগা মিরসালিম এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মোস্তফা হাশেমি তাবা। এ নির্বাচনে ছয়জন প্রার্থী অংশ নিলেও তেহরানের মেয়র বাকের কলিবফ রক্ষণশীল প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট হাসান রুহানির প্রতি সমর্থন ঘোষণা করে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান সরকারের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। ধারণা করা হচ্ছে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সংস্কারপন্থি প্রার্থী হাসান রুহানি এবং রক্ষণশীল ইব্রাহিম রায়িসির মধ্যে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচ কোটি ৬৪ লাখ ১০ হাজার ২৩৪ জন। এর মধ্যে প্রথমবারের মতো ভোট দেবেন ১৩ লাখ ৫০ হাজার ২৯৪ জন। ইরানের নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোটগ্রহণ করা হবে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থী। বিবিসি।

সর্বশেষ খবর