শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

ব্রাজিলের প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ব্রাজিলের প্রেসিডেন্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগের প্রেসিডেন্ট   দিলমা রুসেফ দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদ ছাড়তে বাধ্য হন। এরপর ক্ষমতায় আসেন দিলমা রুসেফের ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমার। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগে উত্তাল এখন গোটা ব্রাজিল। তার পদত্যাগ বা অভিশংসনের দাবিতে রাজধানী ব্রাসিলিয়া এবং বৃহত্তম শহর সাও পাওলোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তেমার দুর্নীতি তদন্তে এক সম্ভাব্য সাক্ষীকে ‘চুপ’ করাতে ঘুষ দেওয়ার অনুমোদন দিয়েছিলেন। এদিকে প্রেসিডেন্ট তেমার এক ভাষণে পদত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর