রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

সৌদিতে ট্রাম্পকে সর্বোচ্চ সম্মাননা

সৌদিতে ট্রাম্পকে সর্বোচ্চ সম্মাননা

প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে গতকাল সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সকালে রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে বরখাস্তের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে বিদ্যমান সমালোচনা ও ক্ষোভের মধ্যেই তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এ সফরে ট্রাম্পের সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভানকা এবং তার স্বামী জেরাড কুশনার। এ সফরে পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে ঢের বেশি আতিথেয়তা পাচ্ছেন ট্রাম্প। তার এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার কৌশলগত সহযোগিতা আরও জোরদার হতে হবে এক টুইট বার্তায় সৌদি বাদশাহ সালমান জানিয়েছেন। পরে মার্কিন প্রেসিডেন্টকে নিজ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘কিং আবদুল আজিজ মেডেল’ও দিয়েছেন বাদশাহ সালমান। ট্রাম্পের রিয়াদ সফরে দেশ দুটির মধ্যে প্রায় ৫০ বিলিয়ন ডলারের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সৌদির শীর্ষ তেল কোম্পানি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের লক্ষ্যে দেশটি চুক্তি স্বাক্ষর করবে। বিবিসি।

সর্বশেষ খবর