সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

এক সপ্তাহের মাথায় ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া। পুকচাং অঞ্চলের নিকটবর্তী একটি এলাকা থেকে গতকাল অজ্ঞাত এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আর হোয়াইট হাউস ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার বলে জানিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছেন, দেশটির পক্ষ থেকে ঘন ঘন এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিবিসি।

সর্বশেষ খবর