মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘পারফেক্ট বলল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘পারফেক্ট’ বলে দাবি করেছে। সর্বশেষ উেক্ষপিত এ ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, মোতায়েন এবং গণহারে তৈরির জন্য পুরোপুরি প্রস্তুত বলেও দেশটি জানিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে গতকাল এ দাবি করা হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া রবিবার একটি মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির পুকচাং অঞ্চলের নিকটবর্তী একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। এ নিয়ে এক সপ্তাহের মাথায় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া। তবে কেসিএনএর খবরে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা কখন চালানো হয় তা জানানো হয়নি। কেসিএনএর খবরে বলা হয়, ‘পুকগুকসং-২’ নামে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কিম জং উন নিজে তদারকি করেছেন। অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছেন এবং পরীক্ষাকে ‘পারফেক্ট’ হিসেবে আখ্যায়িত করে সংশ্লিষ্টদের প্রতি নিজের সন্তুষ্টির কথা ব্যক্ত করেছেন। সিএনএন।

সর্বশেষ খবর