মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা
নারী অধিকার ইস্যু

১০০ মিলিয়ন ডলার অনুদানে সৌদির প্রশংসা ইভানকার!

১০০ মিলিয়ন ডলার অনুদানে সৌদির প্রশংসা ইভানকার!

অতি গোড়া সৌদি আরবে নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের বিষয়টি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে পশ্চিমা বিশ্ব প্রায়ই অভিযোগ করে থাকে। অথচ কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প দেশটিতে নারীদের অগ্রগতিকে ‘উৎসাহব্যঞ্জক’ হিসেবে বর্ণনা করলেন। অবশ্য এর পেছনের আসল রহস্য বেরিয়ে এসেছে। নারী উদ্যোক্তাদের সহায়তার জন্য বিশ্ব ব্যাংকের এ ধরনের প্রথম একটি প্রকল্পে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ১০০ মিলিয়ন ডলার আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। আর এ আর্থিক অনুদানই নাকি নারী অধিকারের বিষয়টিতে ইভানকার মুখে সৌদি আরবের প্রশংসার কারণ!

বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বিশ্ব ব্যাংক এক বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের চেষ্টা করছে। এ উদ্যোগটিতে ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভানকা ট্রাম্প এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল সমর্থন দিচ্ছেন। শুধু তাই নয়, তারা ওই তহবিল সংগ্রহের ক্ষেত্রেও ভূমিকা রাখছেন।  বাবার সঙ্গে সৌদি আরব সফরেও ইভানকা বিষয়টির প্রতি সৌদি কর্মকর্তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন। সফলও হয়েছেন তিনি। দুদিনের এ সফরের শেষ দিনে রবিবার ইভানকা এক গোলটেবিল বৈঠকে বক্তৃতা রাখেন। সেখানেই তিনি দেশটিতে নারী অধিকারের ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেছেন। সৌদি সমাজে নারীদের অগ্রগতির প্রশংসা করে ইভানকা ট্রাম্প বলেন, ‘এখানে নারীদের অগ্রগতি বেশ উৎসাহব্যঞ্জক তবে এ ব্যাপারে এখনো অনেক কিছু করার বাকি আছে।’ ইনডিপেনডেন্ট অনলাইন

সর্বশেষ খবর