মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

ভারতে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে গীতা

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রতিটি স্কুলেই ‘ভগবদ গীতা’ পড়ানো বাধ্যতামূলক করা হচ্ছে। এ লক্ষে সংসদে বিল এনেছেন বিজেপি এমপি রমেশ বিধুরি। গত মার্চে লোকসভায় তিনি ওই বিল পেশ করেন। বিষয়টি নিয়ে সংসদের আগামী অধিবেশনেই আলোচনা হবে। গত মার্চে দেশটির সংসদে ‘কম্পালসারি টিচিং অব ভাগবদ গীতা অ্যাজ এ মোরাল এডুকেশন ইন্সটিউশন বিল, ২০১৬’ বিলটি পেশ করা হয়। তবে গীতা পড়ানোর ওই নিয়ম থেকে বাদ রাখা হচ্ছে সংখ্যালঘু স্কুলগুলোকে। তাদের ক্ষেত্রে আপাতত এটি বাধ্যতামূলক করা হচ্ছে না। সব স্কুলে গীতা পড়ানোর জন্য কমপক্ষে ৫ হাজার  কোটি রুপি খরচ হতে পারে ইঙ্গিত দিয়েছেন রমেশ বিধুরি।

সর্বশেষ খবর