মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

এভারেস্টে ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠে নামার সময় নিখোঁজ ভারতীয় পর্বতারোহী রবি কুমার (২৭) নিহত হয়েছেন। দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক দিনেশ ভাট্টারাই গতকাল একথা নিশ্চিত করেছেন।  এ নিয়ে গত এক সপ্তাহে এভারেস্ট জয় করতে গিয়ে মোট চার পর্বতারোহীর মৃত্যু হলো।

উত্তর প্রদেশের এ বাসিন্দা সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। পরে সেখান থেকে নামার সময় পর্বতের ৮ হাজার ২০০ মিটার উচ্চতা (যা বেলকনি নামে পরিচিত) থেকে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যান। এ পড়ে যাওয়াতেই তার মৃত্যু হয়। এভারেস্টে দেশটির লিয়াজোঁ অফিসের সূত্রের বরাত দিয়ে ওই কর্মকর্তা একথা জানিয়েছেন। উল্লেখ্য, ১৯৫৩ সালে এভারেস্টের চূড়ায় মানুষের পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত সেখানে প্রায় ৩০০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ২০০টির মতো মরদেহ এখনো সেখানেই পড়ে আছে বলে মনে করা হয়। পিটিআই, এএফপি।

সর্বশেষ খবর