বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস ট্রাম্পের

আব্বাস-ট্রাম্প বৈঠক

ইসরায়েল ও ফিলিস্তিন যাতে নিজেদের মধ্যে শান্তি আনতে পারে সে জন্য সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ফিলিস্তিনের পশ্চিমতীরের বেথলেহেম সফরে গিয়ে এ কথা বলেন তিনি। সেখানে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। দুদিনের মধ্যপ্রাচ্য সফরে সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছান মার্কিন প্রসিডেন্ট। একই দিন তিনি জেরুজালেম সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আরেক পবিত্রস্থান ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শন করেন। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি ইরানের পরমাণু আকাঙ্ক্ষার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। দেশটিকে কখনো পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলে এ সতর্কতা দেন ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সৌদি আরবের রিয়াদে এর আগে অনুষ্ঠিত আরব-ইসলামী সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণকে ‘প্রায়োগিক ও রাজনৈতিক মূল্যহীন’ কেবল লোকদেখানো বলে মন্তব্য করেছেন। বেথলেহেমে যৌথ সংবাদ সম্মেলনের শুরুতে ব্রিটেনের ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মাহমুদ আব্বাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তি অর্জনে প্রচেষ্টা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আর এ লক্ষ্য অর্জনে দেশ দুটিকে সহায়তা করার ক্ষেত্রে সাধ্যমতো সবকিছু করতে চাই আমি।’ তিনি আরও বলেন, ‘এ অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির জন্য সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কাজ করতে আমি উদগ্রীব।’ আর মাহমুদ আব্বাস বলেন, শান্তি অন্বেষণে তিনি মার্কিন প্রেসিডেন্টের সহযোগী হতে প্রস্তুত। বিবিসি

সর্বশেষ খবর