বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা
দুর্নীতির অভিযোগ

পার্কের বিচার শুরু

পার্কের বিচার শুরু

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, বলপ্রয়োগ ও সরকারি গোপন তথ্য ফাঁসসহ ১৮টি অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গতকাল একটি প্রিজন ভ্যানে করে পার্ককে আদালতে নেওয়া হয়, মার্চে গ্রেফতারের পর থেকে এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। এ সময় তার হাতকড়া পরানো ছিল। তবে পার্ক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর তার সরকারের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ শুরু হলে মার্চে তাকে অভিশংসিত করা হয়। নিজের ঘনিষ্ঠ বান্ধবী চোয়ি সুন সিলের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে স্যামসংসহ দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কয়েকটি কোম্পানিকে রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণ করার দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হওয়া দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টদের মধ্যে পার্ক তৃতীয় । বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর