বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা
সমকামিতার অভিযোগ

ইন্দোনেশিয়ায় দুই ব্যক্তিকে প্রকাশ্যে বেত্রাঘাত

সমকামিতার অভিযোগে ইন্দোনেশিয়ায় দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির প্রত্যেককে প্রকাশ্যে ৮২ বেত্রাঘাত করেছে পুলিশ। দেশটির একটি ইসলামি আদালতের দেওয়া আদেশে এ বেত্রাঘাত করা হয়। গতকাল  রক্ষণশীল আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহর একটি মসজিদের সামনে এ দণ্ড কার্যকর করা হয়। এ সময় শত শত মানুষ মসজিদটির সামনে জড়ো হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে। মুখোশ পরা ধর্মীয় পুলিশের সদস্যরা দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে মসজিদের সামনে বানানো একটি মঞ্চে তোলার পর উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে। ওই দুজন মঞ্চে মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়েছিল আর চারপাশের লোকজন তাদের উদ্দেশ্য করে রুঢ় মন্তব্য ছুড়ে দিচ্ছিল। ২০১৪ সালে আচেহ প্রদেশে সমকামিতাবিরোধী আইন প্রণয়ন করা হয়। ওই আইনে এই প্রথমবারের মতো কাউকে শাস্তি দেওয়া হল। বিবিসি।

সর্বশেষ খবর