শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

ফিলিপাইনে জিম্মিদশার অবসান, নিহত ২০

দেশজুড়ে সামরিক আইন জারির হুশিয়ারি

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের মারাউয়ি শহরের এক স্বাস্থ্য কেন্দ্রের জিম্মিদশার অবসান ঘটেছে। নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৭৮ জন বেসামরিক জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এ ছাড়া স্থানীয় একটি কলেজে আশ্রয় নেওয়া ৪২জন শিক্ষককে উদ্ধার করা হয়েছে। তবে জিম্মিদশার অবসান ঘটানোর  লক্ষ্যে এক অভিযানে দেশটির সেনা ও পুলিশ বাহিনীর ৭ সদস্যসহ মোট ২০ জঙ্গি নিহত হয়েছেন। ফিলিপাইনের সশস্ত্রবাহিনীর এক কর্মকর্তা এক ঘোষণায় একথা জানিয়েছেন। ওয়েস্টার্ন মিন্দানাও কমান্ডার প্রধান লে. জেনারেল কারলিতো গারভেজ জুনিয়রের বরাতে ‘ফিলস্টার’ নামে স্থানীয় একটি দৈনিকের খবরে বলা হয়, ওই চিকিৎসা কেন্দ্রটি থেকে সরকারি বাহিনী ৭৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এদিকে, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে হুঁশিয়ারি দিয়েছেন যে, সন্ত্রাসবাদ মিন্দানাও দ্বীপ ছাড়িয়ে অন্যত্র ছড়িয়ে পড়লেও তিনি দেশটি জুড়ে মার্শাল ল জারি করতে দ্বিধা করবেন না। এর আগে মঙ্গলবার রাতেই তিনি পুরো মিন্দানাও দ্বীপে দুই মাসের জন্য মার্শাল ল জারি করেন। জিম্মিদশার ঘটনার প্রেক্ষিতে তিনি রাশিয়া সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসেন। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর