শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

ঝুঁকিতে পড়বে ২ কোটি ৩০ লাখ মার্কিনি

ট্রাম্পের স্বাস্থ্য সুরক্ষা বিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সুরক্ষা বিলটি ২ কোটি ৩০ লাখ মার্কিনিকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের আইন পর্যালোচনাকারী নির্দলীয় সংস্থা কংগ্রেসনাল বাজেট অফিস। তাদের আশঙ্কা, ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই বিলে ১১৯ বিলিয়ন ডলার ঘাটতি থাকবে। বুধবার কংগ্রেসনাল বাজেট অফিস এ সতর্কতা দেয়। নির্বাচনী প্রচারণার সময় ওবামা কেয়ার বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন ওবামা প্রশাসনের স্বাস্থ্য সুরক্ষা বিলটি খুবই ব্যয়বহুল। ওবামাকেয়ার বলে পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দিয়ে ট্রাম্প এই স্বাস্থ্য বিল প্রস্তাব করেন। দুই দফা ব্যর্থ প্রচেষ্টার পর চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র ৪ ভোটের ব্যবধানে পাস হয় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত স্বাস্থ্য বিল। ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়। এ বিলটি আইনে পরিণত করতে উচ্চকক্ষ সিনেটেরও অনুমোদন নিতে হবে। মার্কিন আইন নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কংগ্রেসনাল বাজেট অফিস বলছে, ট্রাম্পের স্বাস্থ্য বিলটি মার্কিন জনগণের জন্য ভালো ফল বয়ে আনবে না। বিলটি আইনে পরিণত হলে ২০১৮ সাল নাগাদ ১ কোটি ৪০ লাখ মার্কিনি ইন্সুরেন্সহীন হয়ে পড়বে। বিবিসি

সর্বশেষ খবর