শিরোনাম
শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

সোনিয়ার ভোজে মোদিবিরোধী শিবিরে ঐক্যের চেহারা

দীপক দেবনাথ, কলকাতা

গতকাল বিজেপি নেতৃত্বাধীন ভারতের এনডিএ সরকারের তিন বছর পূর্তি হলো। আর এই দিনেই দিল্লিতে মোদিবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন বিরোধীদল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই উপলক্ষে এদিন মোদিবিরোধী শিবিরে ঐক্যের চেহারা লক্ষ করা যায়। মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, আরজেডিসহ প্রায় ১৭টি রাজনৈতিক দলের নেতারা। বিরোধী রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত প্রার্থী বাছাই করতে গতকাল দুপুরে সংসদ ভবনের এনেক্স বিল্ডিংয়ের কনফারেন্স রুমে বৈঠক ডাকেন সোনিয়া গান্ধী। সোনিয়ার ডাকা এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি যেমন উপস্থিত ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি. রাজার মতো নেতারা। ছিলেন উত্তর প্রদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল সমাজবাদী পার্টি (এসপি) নেতা অখিলেশ যাদব ও বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী। এ ছাড়াও এনসিপি নেতা শরদ পাওয়ার, রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদব, ডিএমকে নেত্রী কানিমোঝি, জনতা দল ইউনাইটেড নেতা শরদ যাদব ও কে. সি. ত্যাগী, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাসহ ১৭টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কংগ্রেসের তরফে সোনিয়া ছাড়াও ছিলেন দলের সহ-সভাপতি রাহুল গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, আহমেদ প্যাটেল প্রমুখ। তবে আমন্ত্রণ না পাওয়ায় উপস্থিত ছিলেন না আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকের আগে সংসদ ভবনের লাইব্রেরিতে মধ্যাহ্নভোজে উপস্থিত হয়েছিলেন এই নেতারা। বৈঠক শেষে মমতা জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচনে সরকারের তরফে মনোনীত প্রার্থী বিরোধীদের কাছে পছন্দ হলে আমরা সেটা ভেবে দেখতে পারি, রাষ্ট্রপতি পদপ্রার্থী ব্যক্তি ধর্মনিরপেক্ষ ও সংবিধান মেনে কাজ করতে হবে। যদি না হয়, তবে সে ক্ষেত্রে বিরোধীদের তরফে প্রার্থী বাছাই করতে একটি ছোট কমিটি গঠন করা হবে।’ বৈঠকে প্রণব মুখার্জির নাম নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে এখনো কোনো নাম চূড়ান্ত করা হয়নি’। রাষ্ট্রপতি পদে ইতিমধ্যেই বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারসহ একাধিক নাম নিয়ে আলোচনা হয়েছে বিরোধীদের মধ্যে। তবে কোনো পক্ষের তরফেই চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি।

সর্বশেষ খবর