শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলন

ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলন

ইতালির সিসিলি দ্বীপের তাওরমিনায় গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনের ৪৩তম জি-৭ শীর্ষ সম্মেলন। বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের শীর্ষ নেতৃবৃন্দের এ সম্মেলনে যোগ দিয়েছেন জোটের সদস্য দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরের শেষ পর্বে তিনি এ সম্মেলনে যোগ দিচ্ছেন। জি-৭ সম্মেলনে এবারই প্রথম অংশ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ও ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলিনি। তাদের সঙ্গে আরও আছেন জোটের সদস্য দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার। এবারের সম্মেলনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ ইস্যুতে কঠিন বিতর্ক হবে বলে আশা করা হচ্ছে। ছবিতে ইতালিয়ান ফ্লাইং স্কোয়াড্রন উপভোগ শেষে গতকাল সবাইকে একসঙ্গে ‘ফ্যামিলি ছবি’র জন্য পোজ দিতে দেখা যাচ্ছে   —এএফপি

সর্বশেষ খবর