শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

ভারতীয় সেনার হাতে দুই পাকিস্তানি সীমান্তরক্ষী নিহত

ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) দুই সদস্য নিহত হয়েছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে দেশ দুটির সীমান্তরেখায় গতকাল এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে পিটিআই এ কথা জানায়। ওই সেনা কর্মকর্তা গতকাল জানান, সীমান্তে টহলরত ভারতীয় সেনাদের লক্ষ্য করে অতর্কিত আক্রমণ হামলা চালানোর চেষ্টা করে বিএটির সদস্যরা। তা ঠেকাতে ভারতীয় সেনাদের একটি অভিযানে বিএটির ওই দুই সদস্যের প্রাণহানি হয়। পুলিশ সূত্রমতে, নিহত ওই দুই পাকিস্তানি সেনাসদস্যের লাশ সীমান্তরেখার ‘নো ম্যান্স’ ল্যান্ডে পড়ে আছে। বর্ডার অ্যাকশন টিম পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপের সদস্যদের নিয়ে গঠিত। বাহিনীটি দুই দেশের সীমান্তরেখায় দায়িত্বরত ভারতীয় সেনাসদস্য ও এদের ফাঁড়ি লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়। গত এক মে এমনই এক হামলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হেড কনস্টেবল প্রেম সাগর ও আর্মি সুবেদার পরমজিত সিং নিহত হন। শুধু তাই নয়, বিএটির বিরুদ্ধে এদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলারও অভিযোগ তুলেছে ভারত। তবে পাকিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। বিএটির ওই দুই সেনাসদস্যকে হত্যার মাধ্যমে ভারত ১ মের ওই ঘটনার প্রতিশোধ নিল বলে মনে করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর