শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন

কলকাতা প্রতিনিধি

ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল আসামের তিনসুকিয়া জেলায় ব্রহ্মপুত্র নদের ওপর ধোলা-সাদিয়া সেতুর উদ্বোধন করেন তিনি। তিন লেনের এই সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ১৫ কিলোমিটার। সেতু দিয়ে যান চলাচল শুরু হয়ে গেলে আসাম থেকে অরুণাচল প্রদেশের দূরত্ব ছয় ঘণ্টা থেকে কমে এক ঘণ্টায় চলে আসবে। সেতুটির একটি কৌশলগত দিকও রয়েছে। সেতু দিয়ে অনায়াসে ৬০ টন ওজনের যুদ্ধ-ট্যাঙ্ক বহন করা যাবে। এ ছাড়া সেতু থেকে চীনের সীমান্ত আকাশপথে মাত্র ১০০ কিলোমিটর। চীনের সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতি হলে সামরিক সরঞ্জামসহ দেশটির সেনাবাহিনী এবং সাঁজোয়া যানের দ্রুত যাতায়াতে এটি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ২০১১ সালে প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। খরচ হয় প্রায় ২ হাজার কোটি রুপি।

সর্বশেষ খবর