শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

আফগান সেনা ঘাঁটিতে তালেবান হামলা, নিহত ১৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের এক সেনাঘাঁটিতে তালেবান জঙ্গিগোষ্ঠী ফের হামলা চালিয়েছে। বৃহস্পতিবার শেষরাতের দিকে পরিচালিত এ হামলায় কমপক্ষে ১৫ আফগান সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এ কথা জানিয়েছে। মাত্র তিন দিন আগে একই সেনাঘাঁটিতে তালেবান হামলায় কমপক্ষে ১০ সেনাসদস্য প্রাণ হারিয়েছিল। আফগান সেনাবাহিনীর মুখপাত্র দৌলত ওয়াজিরি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, গত রাতে (বৃহস্পতিবার) কান্দাহারের শাহ ওয়ালি কোট এলাকার এক সেনাঘাঁটিতে তালেবান সমন্বিত হামলা চালিয়েছিল। এতে ১৫ আফগান সেনাসদস্য প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন আরও পাঁচজন। যদিও প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তা প্রাণহানির সংখ্যা ২০ বলে জানিয়েছেন। এ হামলা এমন এক সময়ে সংঘটিত হলো যখন তালেবান গোষ্ঠীটি তাদের বার্ষিক বসন্তকালীন আক্রমণ (স্প্রিং অফেনসিভ) জোরদার করেছে ও তাদের শক্তিসামর্থ্য বৃদ্ধি পাচ্ছে। ১৫ বছর আগে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক এক অভিযানে দেশটির ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছিল গোষ্ঠীটি। দীর্ঘ এ সময় পর ফের গোষ্ঠীটির শক্তি-সামর্থ্য বেড়েছে বলে পরিলক্ষিত হচ্ছে। ডন অনলাইন।

সর্বশেষ খবর