রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

ম্যানচেস্টার হামলাজনিত পরিস্থিতি ‘ভয়াবহ’ নয়

ম্যানচেস্টার হামলাজনিত পরিস্থিতি ‘ভয়াবহ’ নয়

ব্রিটেনে সম্ভাব্য সন্ত্রাসী হামলার মাত্রা ‘ভয়াবহ’ থেকে কমিয়ে ‘তীব্র’ হয়েছে। এর অর্থ দেশটিতে সন্ত্রাসী হামলার উচ্চ সম্ভাবনা থাকলেও তা অত্যাসন্ন নয়। দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে গতকাল সকালে এক ঘোষণায় একথা জানিয়েছেন। ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার ঘটনার তদারকিতে দেশটির জরুরি কমিটি ‘কোবরা’র সঙ্গে বৈঠক শেষেই তিনি এ ঘোষণা দেন। ম্যানচেস্টারে গত ২২ মের ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে সন্ত্রাসী হামলার মাত্রা ‘ভয়াবহ’ (ক্রিটিক্যাল) বলে ধরা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা ব্যাপক তত্পরতা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তা কমিয়ে ‘তীব্র’ করা হয়েছে প্রধানমন্ত্রী মে ওই ঘোষণায় জানিয়েছেন। এদিকে, গতকাল সকালে এর আগের দিকে ম্যানচেস্টার সিটির ‘মস সাইড’ এলাকা থেকে লোকজনকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই সন্ত্রাসী হামলার সঙ্গে যোগসূত্র ধরেই সেখানে তল্লাশি অভিযান চালানোর অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট এলাকার প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতেই ‘পূর্ব সতর্কতামূলক’ ব্যবস্থা হিসেবে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে। ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল পর্যন্ত মোট ১১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০ ও ২২ বছর বয়সী দুই যুবককে আটক করা হয়। গতকাল খুব সকালের দিকে শহরটির চিথাম হিল এলাকার এক ঠিকানায় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর কারণে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া চিথাম হিল ও লংসাইটের পৃথক ঠিকানায়ও গতকাল তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

অপরদিকে, ‘ব্যাংক হলিডে’ উইকেন্ড উদযাপন ব্রিটিশরা যাতে নিরাপদভাবে করতে পারে সেজন্য দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিটেনজুড়ে শত শত অনুষ্ঠানস্থলে সশস্ত্র পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার মার্ক রাউলে বলেন, ‘জনগণকে সুরক্ষিত রাখতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা সম্ভাব্য সবকিছু করছেন এ ব্যাপারে তারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন।’ বাসা-বাড়ি থেকে বের হয়ে স্বতঃস্ফূর্তভাবে উৎসব উদযাপনের জন্য তিনি সাধারণ মানুষকে উৎসাহ দিয়েছেন। তবে সেইসঙ্গে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর