রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

মস্কোর সঙ্গে ‘গোপন যোগাযোগ চেয়েছিলেন’ ট্রাম্প জামাতা

মস্কোর সঙ্গে ‘গোপন যোগাযোগ চেয়েছিলেন’ ট্রাম্প জামাতা

জ্যারেড কুশনার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে সরাসরি মস্কোর একটি গোপন যোগাযোগের চ্যানেল চালু করা যায় কি না- তা নিয়ে তার জামাতা জ্যারেড কুশনার ও ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূতের মধ্যে আলোচনা হয়েছিল। আর এ কাজে রাশিয়া দূতাবাসের কূটনৈতিক সুবিধা ব্যবহারের পরিকল্পনা করেছিলেন তারা, যাতে শপথের আগে তাদের এই যোগাযোগের ওপর নজরদারি এড়ানো যায়। এ সম্পর্কিত গোয়েন্দা নথির বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক মস্কোয় তার ঊর্ধ্বতনদের জানিয়েছিলেন, গত বছর ডিসেম্বরের শুরুতে একদিন ট্রাম্প টাওয়ারে কুশনারের সঙ্গে তার বৈঠক হয়। সেখানেই কুশনার  গোপন যোগাযোগ চ্যানেল চালুর ওই প্রস্তাব দেন। কিসলিয়াকের ওই বার্তা ইন্টারসেপ্ট করতে পেরেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও উপস্থিত ছিলেন ট্রাম্প টাওয়ারের ওই বৈঠকে। হোয়াইট হাউস গত এপ্রিলে ওই বৈঠকের বিষয়টি এমনভাবে প্রকাশ করে যে সেটা ছিল মামুলি কোনো সাক্ষাৎ। কিন্তু এফবিআই এখন ওই বৈঠকের পাশাপাশি রাশিয়ার এক ব্যাংকারের সঙ্গে কুশনারের বৈঠকের বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।  ওয়াশিংটন পোস্ট লিখেছে, গোপন চ্যানেল চালুর ক্ষেত্রে একজন আমেরিকানকে রুশ দূতাবাসের যোগাযোগের যন্ত্রপাতি ব্যবহার করতে দেওয়ার প্রস্তাব আসার পর কিসলিয়াক পিছু হটেন, কেননা তাতে ট্রাম্পের দল ও মস্কো- দুই পক্ষের জন্যই ঝুঁকি তৈরি হতো। বিবিসি।

সর্বশেষ খবর