রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

শ্রীলঙ্কায় বন্যা, ভূমিধসে ১০০ জনের মৃত্যু

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও শতাধিক ব্যক্তি। এ ছাড়া আট শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানায়, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালের ভারী বর্ষণের কারণে মধ্য, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ব্যাপক মাত্রায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসের পর রাজধানী কলম্বো থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত বুলাথসিনহালা এলাকা থেকে সর্বোচ্চ সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হয়। পর্যটন এলাকা বলে পরিচিত শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় জেলা গালে ও মাতারা এলাকার কিছু অংশও ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে। কলম্বোর দক্ষিণের কালুতারা জেলায় ভূমিধসের কারণে ঘরবাড়ি ও দোকানপাট চাপা পড়েছে। এ অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উল্লেখ্য গত বছরের মেতে শ্রীলঙ্কার কেগালে ভূমিধসে অন্তত ১২৭ জন নিহত হয়। আলজাজিরা।

সর্বশেষ খবর