সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

মসুলে অবরুদ্ধ হয়ে পড়েছেন স্থানীয়রা

জঙ্গিগোষ্ঠী আইএসের নিয়ন্ত্রণে থাকা ইরাকের মসুল শহরটি পুনরুদ্ধারের প্রায় শেষ প্রান্তে রয়েছে ইরাকি সেনাবাহিনী। অভিযানও জোরদার করা হয়েছে। চলছে তীব্র লড়াই। আর এ লড়াইয়ের কারণে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন স্থানীয়রা। ইরাকে নিযুক্ত জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক লিসা গ্রান্ডে বলেন, ‘মসুলে স্থানীয়রা বিপদের মধ্যে রয়েছেন। শেষ মুহূর্তের লড়াইয়ে তাদের টার্গেট করছে আইএস জঙ্গিরা। তারা তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন।’ পাশাপাশি লড়াই চলমান থাকায় মসুলে মারাত্মক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। নেই সুপেয় পানির পর্যাপ্ত মজুদ। তাই বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় মানবেতর দিন কাটাতে হচ্ছে কয়েক লাখ শহরবাসীকে। বিবিসি।

সর্বশেষ খবর