সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

‘দুই দশকের রীতি’ ভাঙলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

‘দুই দশকের রীতি’ ভাঙলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মুলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে অসম্মতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এর মাধ্যমে গত দুই দশক ধরে মার্কিন প্রশাসনে চলমান দ্বি-দলীয় এ রীতি ভঙ্গ করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা একথা জানিয়েছেন। প্রশাসনের ওই দুই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ধর্ম ও আন্তর্জাতিকবিষয়ক দফতর পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে মুসলমানদের ওই ধর্মীয় উৎসবের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তিনি ওই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন। রয়টার্স প্রথমে এ খবর প্রকাশ করে। সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অনেক দেশেই শনিবার থেকেই পবিত্র রমজান মাস শুরু হয়েছে। ১৯৯৯ সাল থেকেই টিলারসনের পূর্ববর্তী পাঁচটি রিপাবলিকান ও ডেমোক্রেট প্রশাসন হয় ইফতার ডিনার বা ঈদুল ফিতর উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেছে। এছাড়া বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোও রমজান মাসে ইফতারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সিএনএন।

সর্বশেষ খবর