মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা
গরু বিক্রিতে নিষেধাজ্ঞা

প্রতিবাদে ভারতে রাজনৈতিক উত্তেজনা

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে পশুহাটে জবাইয়ের জন্য গরু, মোষ বিক্রির ওপরে নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। দেশটির কেন্দ্রীয় সরকারের তরফে জবাইয়ের জন্য গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারির পরই এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ২৭ মে কেরলে ‘বিফ ফেস্টিভ্যাল’র আয়োজন করেছিল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। পাশাপাশি কেরলজুড়েই একাধিক স্থানে ওই ধরনের ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। পরদিন রবিবারও রাজ্যের বিভিন্ন স্থানে গরু জবাই করে ভোজের আয়োজন করে প্রতিবাদ করে কংগ্রেস। এ নিয়ে দেশজুড়ে প্রতিবাদও হচ্ছে। কেন্দ্রের ওই সিদ্ধান্তের প্রতিবাদ করে কেরলের বাম নেতারা প্রকাশ্যেই বলছেন, খাওয়ার অভ্যাসের ওপরে কারও কর্তৃত্ব সহ্য করা হবে না।

কেরলের পর এবার তামিলনাড়ুতেও ওই সিদ্ধান্তের প্রতিবাদের ঢেউ লেগেছে। প্রতিবাদে ‘বিফ ফেস্টিভ্যাল’এ শামিল হয়েছে তামিলনাড়ুর মাদ্রাজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)’র শিক্ষার্থীরা। রবিবার রাতে আইআইটির ক্যাম্পাসেই প্রায় ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী একটি বিফ ফেস্টিভ্যালে অংশ নেয়। সূত্রের খবর, বাইরে থেকে খাবার এনে তা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশন করা হয়। আর এরপর থেকেই রাজ্যজুড়ে গুঞ্জন শুরু হয়েছে।

সর্বশেষ খবর