মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

কাশ্মীরি যুবকের আইএসে যোগদানের চেষ্টা নস্যাৎ

আফশান পারভেজ (২১) নামে কাশ্মীরি এক যুবকের আইএসে যোগদানের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাকে গত ২৫ মে ভারতে ফেরতও পাঠিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। ভারতের আনুষ্ঠানিক সূত্রগুলো গতকাল এ কথা জানিয়েছে। এ নিয়ে গত দুই মাসে তুরস্ক থেকে শ্রীনগরের দুজন বাসিন্দাকে দেশে ফেরত পাঠিয়েছে তুরস্ক। সূত্রগুলো জানায়, কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা পারভেজের বাবা চেয়েছিলেন ছেলে কলেজে সাধারণ পড়াশোনা করুক। কিন্তু ছেলের আগ্রহ ছিল ইসলামী বিষয়ে পড়াশোনা করা। বাবার সঙ্গে এ নিয়ে তর্কবিতর্কের পরিপ্রেক্ষিতে পারভেজ বাড়ি ছেড়ে চলে যায়। পরে গত ২৩ মার্চ তেহরানগামী একটি ফ্লাইটে সে ইরানে যায়। ইউরোপে ধর্মীয় বিষয়ে কোথায় পড়াশোনা করা যায় এ বিষয়ে খোঁজখবর নেওয়া শেষে গত ৯ এপ্রিল তার দিল্লিতে ফিরে আসার কথা ছিল। পরে পরিবারকে এক বার্তায় জানায় সে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। পারভেজের বিষয়টি কাশ্মীরের পুলিশ ও অন্যান্য সংস্থাগুলোকে জানানো হলে তারা এ বিষয়ে তদন্ত শুরু করে। এক পর্যায়ে পারভেজের না ফেরার বিষয়টি ইরানি কর্তৃপক্ষকে জানানো হলে তারা আঙ্কারার কর্তৃপক্ষকে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতে সেখানকার নিরাপত্তা সংস্থাগুলো তাকে রাজধানী আঙ্কারায় বাসে ভ্রমণকালে আটক করে। পিটিআই।

সর্বশেষ খবর