বুধবার, ৩১ মে, ২০১৭ ০০:০০ টা

হোয়াইট হাউসের কমিউনিকেশন প্রধানের পদত্যাগ

হোয়াইট হাউসের কমিউনিকেশন প্রধানের পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কমিউনিকেশন টিমের পরিচালক মাইক ডুবকে পদত্যাগ করেছেন। এ পদে নিয়োগ পাওয়ার মাত্র তিন মাসের মাথায় তার পদত্যাগের ঘটনা ঘটল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সন স্পাইসের আপাতত এ পদে দায়িত্ব পালন করবেন। রিপাবলিকান দলীয় অভিজ্ঞ কৌশলবিদ মাইক ডুবকেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চে তার কমিউনিকেশন্স টিমের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। হোয়াইট হাউসের কমিউনিকেশন্স বিভাগে কৌশলগত বড় ধরনের পরিবর্তন আনতেই তাকে এ পদে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র সাবেক পরিচালক জেমস কোমিকে বরখাস্ত ও এর পরিপ্রেক্ষিতে স্থানীয় গণমাধ্যমে এ নিয়ে হোয়াইট হাউস থেকে খবর ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ট্রাম্প তার কমিউনিকেশন টিমের উপর ক্ষিপ্ত ছিলেন। এরপর ‘এক্সিয়স নিউজ’ নামে একটি রাজনীতিবিষয়ক ওয়েবসাইট প্রথমে খবর দিয়েছিল যে ট্রাম্প তার কমিউনিকেশন টিমে বড় ধরনের রদবদল আনতে যাচ্ছেন।  মাইক ডুবকের বিদায় ঘটছে বলেও খবরে বলা হয়েছিল। ওয়েবসাইটটি জানায়, মাইক ডুবকে গত ১৮ মে তার পদত্যাগপত্র জমা দেন। এদিকে, তার উত্তরসূরি হিসেবে এখনো কাউকে বেছে নেননি ট্রাম্প। তবে গত সোমবার ট্রাম্পের নির্বাচনী শিবিরের সাবেক ম্যানেজার কোরে লেওয়ানডস্কিকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। কোরে শিগগিরই ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন বলে খবরে বলা হয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর