বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা

গরুকে জাতীয় পশু ঘোষণার পরামর্শ রাজস্থান হাই কোর্টের

কলকাতা প্রতিনিধি

গোহত্যায় নিষেধাজ্ঞা নিয়ে ভারতজুড়ে বিতর্কের মধ্যেই এবার গরুকে  জাতীয় পশু ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছে দেশটির রাজস্থান হাই কোর্ট। সেই সঙ্গে গোহত্যাকারীদের সাজা তিন বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন করার কথাও বলেছে হাই কোর্ট। রাজস্থান হাই কোর্টে একটি জনস্বার্থ মামলার রায়ে গতকাল বিচারপতি মহেশ চন্দ্র শর্মা এ মন্তব্য করেছেন।

১৪৫ পৃষ্ঠার একটি নির্দেশিকায় বিচারপতি বলেন, সংবিধানের ৪৮ এবং ৫১ এ(জি) ধারা এবং গরুকে পর্যাপ্ত নিরাপত্তা এবং তার সংরক্ষণের কথা মাথায় রেখেই সরকারের কাছ থেকে আশা করছি যে, গরুকে তারা জাতীয় পশু হিসেবে ঘোষণা করবে। পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালের উদাহরণ টেনে আদালত জানায়, নেপাল একটি হিন্দু রাষ্ট্র, সেখানে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। গরুর নিরাপত্তা ও সংরক্ষণের বিষয়টি দেখভালের জন্য রাজস্থানের মুখ্যসচিব, অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন বিচারপতি মহেশ শর্মা। সম্প্রতি জবাইয়ের জন্য পশুহাটে পশু কেনাবেচা নিষিদ্ধ করেছে ভারত সরকার। কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ, কেরালাসহ কয়েকটি রাজ্য। কেন্দ্রের এই নির্দেশনার পরই মঙ্গলবার কেন্দ্রের গবাদিপশু জবাই সম্পর্কিত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয় মাদ্রাজ হাই কোর্ট।

সর্বশেষ খবর