রবিবার, ৪ জুন, ২০১৭ ০০:০০ টা

ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ফ্রান্সের সমর্থন

ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ফ্রান্সের সমর্থন

সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে ভারতের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্ব আজ যেসব বৃহত্তম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এর মধ্যে সন্ত্রাসবাদ একটি। গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তারা। ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালাসে সফররত নরেন্দ্র মোদি ও দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক যৌথ সংবাদ সম্মেলন করেন এ দুই নেতা। তখন ফরাসি প্রেসিডেন্ট সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে ভারতের পাশে তার দেশ থাকবে বলে জানান। ইউরোপের চারটি দেশ সফরের শেষ পর্বে গতকাল সকালে ফ্রান্সে পৌঁছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের রাশিয়া সফর শেষ করে গতকাল সকালে সেন্ট পিটার্সবার্গ থেকে প্যারিসে পৌঁছেন তিনি। গত সোমবার জার্মানি সফরের মধ্য দিয়ে ইউরোপ সফর শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী। পিটিআই, হিন্দু অনলাইন।

সর্বশেষ খবর