বুধবার, ৭ জুন, ২০১৭ ০০:০০ টা
আফগান প্রেসিডেন্টের অভিযোগ

পাকিস্তান অঘোষিত আগ্রাসন চালাচ্ছে

জঙ্গিবাদ ইস্যুতে পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দেশটি আফগানিস্তানের বিরুদ্ধে ‘অঘোষিত আগ্রাসন যুদ্ধ’ চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি। গতকাল কাবুলে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে এসব কথা বলেছেন আফগান প্রেসিডেন্ট। ‘কাবুল প্রসেস’ নামে পরিচিত ওই শান্তি সম্মেলনে পাকিস্তানসহ বিশ্বের ২৩টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ন্যাটোর প্রতিনিধিরা অংশ নেন। সন্ত্রাসবাদ ইস্যুতে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সমালোচনা করে আফগান প্রেসিডেন্ট বলেন, ‘স্থিতিশীল আফগানিস্তান তাদের (পাকিস্তান) জন্য এবং এই অঞ্চলের জন্য যে সহায়ক এ ব্যাপারটি কিসে দেশটিকে আশ্বস্ত করা যাবে?’ গত মাসে পাকিস্তান-আফগান সীমান্তে দেশ দুটির নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া জঙ্গিবাদ মোকাবিলা ইস্যুতে ইতিমধ্যে পার্শ্ববর্তী এ দেশ দুটির মধ্যে এক ধরনের তিক্ততা চলছে। এর মাঝে নতুন করে পাকিস্তানের সমালোচনা করে বসলেন আফগান প্রেসিডেন্ট। এদিকে, জঙ্গি গোষ্ঠী তালেবানকে শান্তিতে আসার জন্য আলটিমেটামও দিয়েছেন আফগান প্রেসিডেন্ট। তা না হলে তাদের কঠিন জবাবের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এএফপি।

সর্বশেষ খবর