বুধবার, ৭ জুন, ২০১৭ ০০:০০ টা

প্যারিসে ‘সন্ত্রাসী’ হামলার চেষ্টা, পুলিশের গুলি

ফ্রান্সের রাজধানী প্যারিসে নটর ডেম গির্জার বাইরে হাতুড়ি দিয়ে এক কর্মকর্তার ওপর হামলা চেষ্টার পর একজনকে গুলি করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল এই ঘটনা ঘটে। ফ্রান্সের স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়, সন্দেহভাজন বুকে আঘাত পেয়েছে। এই ঘটনার পর গির্জাটি বন্ধ করে দেওয়া হয়। লোকজনকে এই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়। কর্মকর্তারা বলছেন এটা একটা ‘সন্ত্রাসী হামলা’। ক্যাথেড্রালের সামনে গুলির ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্যারিসে ২০১৫ সালের নভেম্বরে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে। ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়, গির্জার পাশে প্যারিস পুলিশ সদর দফতরে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালান সন্দেহভাজন ওই ব্যক্তি।  বিবিসি।

সর্বশেষ খবর