শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

আইএস জঙ্গি ইরানের নাগরিক

ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া ইরানের নাগরিকরাই দেশটির পার্লামেন্ট ভবন এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এক সাক্ষাৎকারে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান রেজা সাইফল্লাহি এ তথ্য জানান। তিনি বলেন, হামলাকারীরা ইরানের কয়েকটি প্রদেশে থেকে আইএসএ যোগ দিয়েছিল। বুধবার সকালে আধাঘণ্টার ব্যবধানে ওই দুইটি হামলায় অন্তত ১২ জন নিহত এবং আহত হয় বহু মানুষ। আইএস হামলার দায় স্বীকার করে পার্লামেন্টের ভিতরে বন্দুকধারীদের হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, হামলাকারীদের সবাইকে হত্যা করা হয়েছে। পুলিশ আরও পাঁচ ব্যক্তিকে  গ্রেফতার করেছে, যারা তৃতীয় আরেকটি হামলার পরিকল্পনা করছিল বলেই বিশ্বাস তাদের। কঠোর অনুশাসনের শিয়া মুসলিম প্রধান দেশ ইরানে আইএস এর হামলার দায় স্বীকার এটিই প্রথম। আইএস বলেছে, তাদের ৫ যোদ্ধা পার্লামেন্ট এবং মাজারে ঢুকে গুলি এবং গ্রেনেড হামলা চালায়। বিবিসি।

সর্বশেষ খবর