শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

দার্জিলিংয়ে ভাষার আন্দোলনে উত্তপ্ত পাহাড়

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকের সময় গোর্খাদের এক বিক্ষোভ সমাবেশ থেকে গতকাল চরম সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রায় ৪৫ বছর পরে দার্জিলিংয়ে রাজ্য মন্ত্রিসভার ওই বৈঠক হচ্ছিল। গোটা পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে বাংলা ভাষা পড়াতে হবে বলে যে সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি। এর বিরুদ্ধে গোর্খা জনমুক্তি মোর্চা কিছুদিন ধরেই ক্ষোভ জানাচ্ছিল। গতকাল মন্ত্রিসভার বৈঠক চলাকালীনই গোর্খাদের একটা অবস্থান বিক্ষোভ চলছিল। যদিও সরকার এটা নির্দিষ্ট করে বলেছে যে পাহাড়ের ক্ষেত্রে বাংলা ঐচ্ছিক বিষয় থাকবে, তবুও সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই পাহাড় উত্তপ্ত হয়ে উঠছিল কিছুদিন থেকে।

সর্বশেষ খবর