শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

সন্ত্রাসে মদদের অভিযোগ প্রত্যাখ্যান কাতারের

সন্ত্রাসে মদদের অভিযোগ প্রত্যাখ্যান কাতারের

কাতার গতকাল তাদের বিরুদ্ধে আনা সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত অভিযোগ তোলে, কাতার ইসলামি সংগঠনগুলোকে মদদ ও আর্থিক সহায়তার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তারা কাতারের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের নামের কালো তালিকা প্রকাশ করে। আয়তনে ছোট হলেও গ্যাস সম্পদে সমৃদ্ধ দেশ কাতার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিও এ দেশে। কাতারের সরকার এক বিবৃতিতে জানায়, সম্প্রতি সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে কাতারের বিরুদ্ধে ‘সন্ত্রাসীদের অর্থ জোগানদাতার’ যে অভিযোগ তুলেছে, তা পুরোপুরি ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়, ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী অনেকের চেয়ে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান বেশি জোরাল, যা স্বাক্ষরকারীরা ইচ্ছে করে এড়িয়ে গেছে। কাতার জানায়, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা এ অঞ্চলে নেতৃত্ব দেয়, তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের মাধ্যমে আশা দেখায়, সিরিয়ার লাখো শরণার্থীকে শিক্ষিত করে গড়ে তুলছে এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় কমিউনিটির বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন করে থাকে। মধ্যপ্রাচ্যের চারটি দেশ এক বিবৃতিতে মুসিলম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ইউসুফ আল-কারাদাউইসহ ৫৯ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসীর একটি তালিকা দিয়েছে। একই সঙ্গে কাতারের অর্থায়নে দাতব্য সংস্থা কাতার চ্যারিটি ও ঈদ চ্যারিটিসহ ১২টি সংস্থার নাম রয়েছে।

কাতারের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী দিল সৌদি: কাতারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে সৌদি আরবসহ চারটি আরবদেশ। গতকাল  এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যৌথ বিবৃতিতে, সন্ত্রাসী হিসেবে ৫৯ ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় সন্ত্রাসবাদী হিসেবে কাতারের ১৮ নাগরিকের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের তহবিল যোগানোর অভিযোগ তোলা হয়েছে। বিবিসি, আলজাজিরা।

সর্বশেষ খবর