শিরোনাম
শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

৩০০ মূর্তির জাদুঘর

আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানযারোতের উপকূলের কাছে সাগরের তলদেশে জাদুঘর তৈরি করছে স্পেন। জানা যায়, সাগরের ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে। আর এগুলো তৈরি করেছেন জেসন দ্য-কেয়ারস নামে একজন শিল্পী। বিশ্বে এই জাদুঘরটিই সাগরতলে ইউরোপের প্রথম জাদুঘর হিসেবে খ্যাত। মূর্তিগুলো লানযারোতের বাসিন্দাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর নির্মাণ করা হয়েছে। বলা হচ্ছে,  যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে, তাতে সাগরের পানির বা জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর