মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

ফোন না ধরায় কৌঁসুলিকে বরখাস্ত করলেন ট্রাম্প

ফোন না ধরায় কৌঁসুলিকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন সাবেক রাষ্ট্রীয় আইনজীবী প্রিট ভারারা দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কল প্রত্যাখ্যান করায় তাকে বরখাস্ত করা হয়। নিউইয়র্কের সাবেক ওই আইনজীবী বলছেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অস্বাভাবিক কয়েকটি ফোন কল পাওয়ার পর বরখাস্ত হয়েছেন। এবিসি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রিট ভারারা বলেন, দেশটিতে নির্বাহী বিভাগ থেকে অপরাধ তদন্ত বিভাগের যে স্বাধীনতা রয়েছে তার সীমা লঙ্ঘন করছিল ফোন কলগুলো। ভারারার দাবি তিনি তৃতীয় ‘ফোন কল’টি প্রত্যাখ্যান করার পরই তাকে বরখাস্ত করা হয়। বিবিসি।

সর্বশেষ খবর