শিরোনাম
মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

পাঁচ বিমান বোঝাই খাবার কাতারে পাঠাল ইরান

আঞ্চলিক অবরোধের মুখে পড়া কাতারকে পাঁচটি বিমান বোঝাই খাদ্যসামগ্রী পাঠিয়েছে ইরান। সৌদি আরবসহ ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ গত সপ্তাহেই কাতারের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে অর্থায়নের অভিযোগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কাতার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সৌদি আরব থেকেই এতদিন কাতারের মোট খাদ্যসামগ্রীর ৪০ শতাংশ আমদানি করা হতো। কিন্তু গত সপ্তাহ থেকে কাতার-সৌদির সব স্থলসীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ইরান এয়ারের একজন মুখপাত্র এএফপিকে বলেন, আমাদের মোট পাঁচটি প্লেন ফলমূল ও তরিতরকারি নিয়ে কাতারে পৌঁছেছে। শিগগিরই আরও একটা প্লেন রসদপত্র নিয়ে রওনা দেবে।

সর্বশেষ খবর