মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

পশ্চিম তীরে আরও আট হাজার বসতি স্থাপন করবে ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিম তীরে আট হাজারের বেশি নতুন বাড়ি নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গত ২৫ বছরের মধ্যে এটাই হচ্ছে সেখানে ইহুদিদের সবচেয়ে বড় বসতি স্থাপন পরিকল্পনা। ইসরায়েলি দৈনিক হারেত্জ  দেশটির প্রতিরক্ষামন্ত্রী আবিদগার লিবারম্যানের বরাতে জানায়, নেতানিয়াহু প্রশাসন গত সপ্তাহে তিন হাজার ৬৫১টি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। আর স্থানীয় টেলিগ্রাফিক এজেন্সি লিবারম্যানের বরাতে জানায়, চলতি বছর এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ দখলিকৃত পশ্চিম তীরে আট হাজার ৩৪৫টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। এর মধ্যে তিন হাজার ৬৬টি বাড়ি নির্মাণের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং সেগুলো খুব শিগগিরই নির্মাণ করা হবে। ইসরায়েলি মনিটরিং গ্রুপ ‘পিস নাউ’র তথ্যানুসারে, পশ্চিম তীরে ১৯৯২ সালে আনুষ্ঠানিক বসতি নির্মাণ বন্ধ করে ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে অনুনমোদিত ইহুদি বসতি স্থাপন বন্ধ হয়নি। উল্লেখ্য, পশ্চিম তীরে ২৮ লাখ ফিলিস্তিনির পাশাপাশি প্রায় ৪ লাখ ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছে বলে মনে করা হয়। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর