শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

মহড়া চালাতে কাতারে দুই মার্কিন রণতরী

কাতারের নৌবাহিনীর সঙ্গে যৌথ নৌমহড়া চালাতে দেশটির রাজধানী দোহায় নোঙর করেছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ জাহাজ। কাতার ও আরব বিশ্বের কয়েকটি দেশের মধ্যকার বিদ্যমান দ্বন্দ্ব ও দোহার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগের মধ্যে এ ঘটনা ঘটলো। মার্কিন যুদ্ধজাহাজ দুটি বুধবার দোহায় পৌঁছায় বলে রয়টার্স কাতার নিউজ এজেন্সির বরাতে জানায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর গত ৫ জুন সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এ অবস্থায় কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ নৌমহড়ার খবর এলো।

এদিকে, কাতারের কাছে ৩৬টি এফ-১৫ যুদ্ধবিমান বিক্রির লক্ষ্যে ১২ বিলিয়ন ডলারের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এক বিবৃতিতে এ কথা জানায়। এএফপি, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর