শনিবার, ১৭ জুন, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ার ওপর ফের নিষেধাজ্ঞায় জার্মানি-অস্ট্রিয়ার নিন্দা

রাশিয়ার ওপর ফের নিষেধাজ্ঞায় জার্মানি-অস্ট্রিয়ার নিন্দা

ভ্লাদিমির পুতিন

যুক্তরাষ্ট্রের সিনেটের পক্ষ থেকে রাশিয়ার ওপর নতুন করে যে নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে তার নিন্দা জানিয়েছে জার্মানি এবং অস্ট্রিয়া। মার্কিন আইনপ্রণেতাদের আনা নিষেধাজ্ঞার বিল ইউরোপের বিষয়গুলোতে মার্কিন হস্তক্ষেপের শামিল বলে উল্লেখ করেছে দেশ দুটি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গেব্রিয়েল এবং অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিস্টিয়ান কেরন এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করে আরোপিত নিষেধাজ্ঞা জার্মানি, অস্ট্রিয়া এবং ইউরোপের অন্যান্য দেশের জন্য হুমকি হলে তা মেনে নেওয়া হবে না। মার্কিন সিনেটের প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন ও নীতিমালার পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন তারা। বৃহস্পতিবার তাদের এ যৌথ বিবৃতি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। নিষেধাজ্ঞার কারণে ইউরোপে জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নিযুক্ত কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হলে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর সদস্য রাষ্ট্রগুলো মেনে নেবে না বলে যৌথ বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সিনেটে রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞার বিলে অনুমোদন দেওয়া হয়েছে তা রাজনৈতিক এবং মানবিক বিবেচনায় হয়নি। সেখানে বলা হয়েছে, মার্কিন ঘনীভূত গ্যাস ইউরোপে বিক্রি করার পাশাপাশি ইউরোপিয়ান মার্কেটে তত্পর রুশ কোম্পানিগুলোর ওপর চাপ বাড়াতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন গ্যাস এবং জ্বালানি খাতে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করাই এই নিষেধাজ্ঞার প্রধান লক্ষ্য বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

রাশিয়াকে শক্তিশালী করেছে : রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা হয়তো তৃপ্তির ঢেঁকুর তুলছে। তবে এ নিষেধাজ্ঞা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মনোভাব ভিন্ন। তার মতে, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে শক্তিশালী করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার সরাসরি টেলিফোন প্রশ্নোত্তর অনুষ্ঠানে হাজির হন পুতিন। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমারা একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। এ নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া অর্থনৈতিক মন্দা জয় করেছে। রাশিয়ার ওপর বুধবার মার্কিন সিনেটের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের নিন্দা করেছেন পুতিন। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর